শনিবার কালীবাড়ী রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বাস ভবনে বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগরের বর্ধিত সভা সকাল ১১.০০ টায় বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, জাতীয় পরিষদের সদস্য আমিনুল ইসলাম তোতা, বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিবাত সাদিক আবদুল্লাহ। সভায় আগামী ২রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি দিবস, ৮ই ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহন করেন। এছাড়াও সভায় ৩০ টি সভাপতি ও সম্পাদকবৃন্দ আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজেদের স্ব স্ব ওয়ার্ডের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং একই সাথে বরিশাল মহানগর আওয়ামীলীগের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মেয়র প্রার্থী মনোনয়ন দেওয়ার ব্যপারে প্রধান মন্ত্রীর সিদ্বান্তের অপেক্ষার কথা ব্যক্ত করেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের কার্যকারী পরিষদের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশনের দলীয় বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ এবং ৩০ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।