অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আড়িয়ালখাঁর শাখা পালরদী নদীতে জোয়ারের পানি বেড়ে বিভিন্ন খালে ও নদীর দুইতীর উপচে বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। ঝালকাঠী, রাজাপুর,ভান্ডারিয়া,মঠবাড়ীয়া, ভোলা,বরগুনা সহ বভিন্ন অঞ্চলের কৃষি পানির নিচে ।
এতে পৌরসভার টরকীচর এবং উপজেলার কটকস্থল, গোরক্ষডোবা, বাউরগাতি, কমলাপুর, বড়দুলালী, হোসনাবাদ, কুতুবপুর, চাঁদশী, দক্ষিণ মাদ্রা, ধানডোবা, সমরসিংহ, পিঙ্গলাকাঠিসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের পান বরজ, অর্ধশতাধিক পুকুরের মাছ ভেসে ও রোপা আমন ধানের চারা তলিয়ে গেছে।
এছাড়া কয়েকশ’ পরিবার পানিবন্দি হয়ে পরেছে। , ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।