টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার দক্ষিণপাড়া ঠাকুরবাড়ি কালি মন্দিরে সোমবার সন্ধ্যায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পরে ইউএনও-ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়া ঠাকুরবাড়ি কালি মন্দিরের ভেতর ধোঁয়া দেখতে পেলে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেখে মন্দিরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। লোকজনের ডাক চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন দেওয়া একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি পুলিশ প্রশাসন কে বলেছি দোষীদের খোঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ মহিউদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এখনও নিশ্চিত নই কে বা কারা আগুন দিয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।