৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১:৫৪
ব্রেকিং নিউজঃ
নৌকার প্রার্থীকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯

সামাজিক বৈষম্যের শিকার হরিজন সম্প্রদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ২৭, ২০১৭,
  • 600 সংবাদটি পঠিক হয়েছে

হরিজন সম্প্রদায়ের অনেকেই অভিযোগ করেছেন, খাবারের হোটেল থেকে শুরু করে সেলুনেও প্রবেশ করতে দেওয়া হয় না তাদের। এমনকি বসবাসের জন্য তাদের কাছে বাড়িও ভাড়া দেওয়া হয় না। এমন অনেক ধরনের সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

নীলফামারী জেলা সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমারের ৩১০ হরিজন পরিবারের এক হাজার ৫৬৭ জন সদস্য। ধর্মীয় পরিচয়ে তারা নিম্নবর্ণের হিন্দু। অন্য কাজের সুযোগ না থাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা।

সমাজে বাস করেও যেন সমাজের বাইরে আছেন নীলফামারীর ৩১০টি হরিজন পরিবার। বংশপরম্পরায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন তারা। এরপরও ‘ভদ্র- পরিচ্ছন্ন’ নাগরিকদের কাছে তারা যেন অস্পৃশ্য ও অদৃশ্য। এমনকি রাষ্ট্রীয় অনেক সুযোগসুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন এই হরিজনরা।

সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল সংলগ্ন পাওয়ার হাউস এলাকা, অফিসার্স কলোনি, সুরকি মহল্লা, নতুন বাবুপাড়া, জেলা শহরের কোর্ট চত্বর, থানা পাড়া, ডিসি অফিস চত্বর এলাকায় হরিজনদের বাস। সেখানকার কয়েকজন হরিজনের সঙ্গে সম্প্রতি কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন,  ‘পাশে বসা তো দূরের কথা, কাছেই ভিড়তে দেয় না আমাদের। এক কাপ চা খাবো, তাও কাপে দেওয়া হয় না। গ্লাস নিয়ে গেলে বাইরে দাঁড় করিয়ে কোনও রকমে দূর থেকে তাতে ঢেলে দেয়। রেল লাইনের ওপর বসিয়ে গ্লাসে চা ঢেলে খাওয়ানো হয়। টাকা দিয়ে খাবার কিনে খাই। এরপরও হোটেলের ভেতরে বসতে দেয় না, বাইরে বসায়।’

বৈষম্য সত্ত্বেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন হরিজনদের নতুন প্রজন্ম। তাদের অনেকেই লেখাপড়া করছেন। নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সজল বাসফোর বলে, ‘লেখাপড়া করার ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই। তবে আমাদের সম্প্রদায়ের লোকদের ধ্বংস করছে মাদক।’

নীলফামারী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী জ্যোতি রাণী বাসফোর বলেন, ‘সদর হাসপাতালে দেড়যুগ কাজ করেন আমার বাবা। কিন্তু চাকরি স্থায়ী হয়নি। ঘুষের টাকা দিতে না পারায় স্থায়ী চাকরি হয়নি তার।’

একই কথা বলেন সদর আধুনিক হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী রণজিৎ বাসফোর। তিনি বলেন, ‘টাকার বিনিময়ে বিভিন্ন জাতের লোক এখন আমাদের পেশায় ঢুকে পড়ছেন। ঘুষের বিনিময়ে চাকরি হচ্ছে তাদের।’

হরিজনরা জানান, তাদের বিনোদনের ব্যবস্থা ও খেলাধুলা করার সুযোগ নেই। কোনও সরকারি সুযোগ সুবিধাও নেই। বয়স্ক ভাতা, মাতৃভাতা ও বিধবাদেরও মিলছে না কোনও ধরনের আর্থিক সুবিধা।

১৮৭০ সালে ইংরেজ শাসনামলে সৈয়দপুরে গড়ে উঠে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা। শুরুতেই এ বিশাল কারখানায় অফিস, স্থাপনা ও শ্রমিক কোয়ার্টারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে স্থায়ী নিয়োগ পান হরিজনরা। এরপর ধীরে ধীরে জেলার বিভিন্ন উপজেলায় বসতি স্থাপন করেন তারা।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ বাসফোর (সুমন) বলেন, ‘আমরা যদি একটা দোকান নিয়ে ব্যবসা করি, সেখানেও কেউ কিছু কিনতে আসে না। কারও কাছে জল চাইলেও জল পান করতে দেয় না। সেলুনে চুল কাটতে গেলে নাপিত তাড়িয়ে দেয়। হোটেলে বসে কেউ খেতেই পারে না।’

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি মেঘুরাম বাসফোর বলেন, ‘সামাজিক জীব হিসেবে আমাদের কোথাও মূল্যায়ন করা হয় না। অথচ সমাজের সব ধরনের কাজ আমরা সবসময় করে থাকি।’

তিনি দুঃখ করে বলেন, ‘সমস্যার কথা সবাই জানলেও এর কোনও প্রতিকার হয় না।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »