খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা প্রফেসর ড. মাহাবুব-উল-ইসলামকে প্রধান অতিথি করায় ডুমুরিয়ায় শ্যামাপূজা পণ্ড করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে।
ধানিবুনিয়া পূজা আয়োজক কমিটির সভাপতি পংকজ রায় ও সাধারণ সল্ফপাদক শুধাংশু মণ্ডল জানান, প্রতি বছরের মতো এবারও ‘ধানিবুনিয়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি’ উৎসবমুখর পরিবেশে ওই গ্রামের পাকা সড়কের পাশে পূজা উদযাপনের জন্য প্রতিমা, প্যান্ডেল সজ্জিত করার সব প্রস্তুতি সম্পম্ন করা হয়েছিল। হঠাৎ গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি অমল রায়, নবেন্দু মণ্ডল পল্টু, নিত্য মণ্ডল, বিমল সরকারসহ আরও তিন-চারজন শ্যামাপূজা উদযাপনস্থলে উপস্থিত হয়ে (পূজা আয়োজকদের) বলেন, ওপরের নির্দেশ আছে ধানিবুনিয়া পূজা অনুষ্ঠানে মাহাবুব-উল-ইসলামকে প্রধান অতিথি রাখা যাবে না। যদি করা হয়, তাহলে এখানে পূজা ও অনুষ্ঠান করা যাবে না। এই বলে তারা ভাস্করকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। ওই গ্রামে সবচেয়ে বেশি বয়সী নিশিকান্ত মণ্ডল ও একাধিক নারী, পুরুষ এ ঘটনায় ক্ষোভের সঙ্গে বলেন, বিশৃঙ্খলাকারীরা মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অনুসারী। আমরাও তো সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে স্বাধীনতার পর এত ক্ষমতা ও এমন ঘটনা এ উপজেলায় কোথাও শোনা যায়নি। এ বলে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য অমল রায়, নবেন্দু মণ্ডল, নিত্য মণ্ডল ও বিমল সরকার বলেন, মাহাবুব সাহেবকে প্রধান অতিথি বাদ দিয়ে এখানে পূজা হবে। অন্যথায় বাধা দেব। ওপরের নির্দেশ আছে। এখানে আমাদের দল বড়। ওপরের সেই নেতা কে তা জানতে চাইলে তারা বলেন, এটা অপনার জানার দরকার নেই।
ডুমুরিয়া থানার ওসি হাবিল হাসান বলেন, এ বিষয় থানায় কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনায় খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।