শখ মেটাতে বাড়িতে কেউ সাদা বিড়াল পুষলেও কালো বিড়াল কেউ পোষেন না বাড়িতে৷ এমনকি বাড়ির আশেপাশে কালো বিড়াল ঘুরলেও সেটিকে অশুভ মানা হয়৷ কিন্তু নেহাতই এটি মনের একটি অন্ধবিশ্বাস৷
হিন্দু শাস্ত্রেও উল্লেখ রয়েছে কালো বিড়ালের৷ কালো বিড়াল কিন্তু একেবারেই অন্য কথা বলে৷ হিন্দু শাস্ত্র অনুযায়ী, কালো বিড়ালকে একমাত্র আপনি যদি আঘাত করেন, তাহলেই সে পাল্টা আপনাকে আঘাত করবে৷ আর তা ভয়াবহ হতে পারে৷ বিড়ালের মতন যেকোনও পশুকে আপনি আঘাত করলেই সে প্রত্যাঘাত করবেই৷ কালো বিড়ালকে দুর্ভাগ্যের প্রতীক বলে চিহ্নিত করা হয়৷ এমনকি আমাদের বাড়ির আশপাশ দিয়ে যদি কালো বিড়াল ঘুরঘুর করে তাহলে বলা হয় যে শনির কুপ্রভাব পরেছে৷ কিন্তু আদতে একেবারেই তা সত্য নয়৷ এমনকি হিন্দুদের মধ্যেই এক সম্প্রদায় রয়েছে যারা ষষ্ঠী পুজো করেন৷ সেই ঠাকুরের বাহনও বিড়ালই৷ তাই বিড়াল একেবারেই অশুভ নয়৷
খ্রীষ্টান এবং ইজিপ্ট সংস্কৃতি থেকে এই অন্ধবিশ্বাস জন্মেছে৷ পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশেও এ জাতীয় অন্ধবিশ্বাস প্রচলিত রয়েছে৷ সাধারণভাবে মনে করা হয়, কালো বিড়াল রাস্তা পার হলে দশ পা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আবার সামনে এগিয়ে যাওয়া উচিত৷ তবে, এই বিশ্বাসের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই৷