ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের নদী থেকে স্বপ্না দাস (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের পারদেশী পাড়া গ্রামের ৫০০ গজ দূরে তীরনই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্কুলছাত্রী স্বপ্না দাস পারদেশী পাড়া গ্রামের রবিন দাসের মেয়ে এবং মধুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, স্কুলছাত্রী স্বপ্না দাস গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ বাড়ির পাশে তিরনই নদী থেকে তার মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্বপ্নার বাবা রবিন দাসের দাবি, তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী বলেন, আমি শুনেছি মেয়েটিকে জিন বাড়ি থেকে নিয়ে গিয়ে নদীতে ডুবে রেখে মেরে ফেলেছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সবুর বলেন, তদন্ত করার পর স্বপ্নার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন