বরিশাল নগরীর দক্ষিন চকবাজারস্থ আবাসিক হোটেল পাতারহাট থেকে স্থানীয় সংবাদ সকাল পত্রিকার সহ ব্যবস্থাপনা সম্পাদকসহ ৫ দেহ ব্যবসায়ীকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি। পুলিশ সুত্রে জানাযায়, আটককৃতদের মধ্যে মিজানুর রহমান হানিফ স্থানীয় সংবাদ সকাল পত্রিকার সহ-ব্যবস্থাপনা সম্পাদক পরিচয় দিয়েছেন। ওই হোটেল থেকে আরও ৫ নারীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, অনৈতিক কর্মকান্ডের দায়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মহিউদ্দিন মাহি। সূত্র জানায়, মিজানুর রহমান হানিফ বরিশালের বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে ভয়ভিতি দেখিয়ে টাকা উত্তলন করতো।