ঝালকাঠির রাজাপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজাপুর উপজেলা সদরের বাইপাস এলাকার হাকিম হোসেনের ছেলে ও স্থানীয় শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান মনির এবং ভাণ্ডারিয়া উপজেলার বাসিন্দা ও বালু ব্যবসায়ী সিদ্দিকুর রহমানকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ভিকটিমকে মেডিক্যালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন। তিনি মামলার বরাত দিয়ে জানান, বুধবার মধ্যরাতে আটক দুই জনসহ পাঁচ জন মিলে রাজাপুর উপজেলা সদরের মেডিক্যাল মোড় এলাকায় ভিকটিমের বাড়িতে ঢুকে। পরে তার অসুস্থ (পঙ্গু) স্বামীকে বেঁধে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনির ও সিদ্দিকুর রহমানকে আটক করেন। যার মধ্যে মনির শ্রমিকলীগ নেতা বলে শুনেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি। ওসি আরও জানান, এ ঘটনায় ভিকটিম আটক দুই জনসহ পাঁচ জনকে অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বাকী ৩ জনকে আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।