আবারও হিন্দুদের মন্দিরে হামলা ও ভাঙচুর, কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম…!!! উল্লেখ্য, নারায়নগঞ্জের রুপগঞ্জে ভূমিদস্যু হাজী শেহের আলীর নেতৃত্বে হিন্দুপাড়ায় হামলা মন্দির ভাঙচুর। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রুপগঞ্জের সাওঘাট ঋষিপাড়ায় নকুল চন্দ্র সাহা মন্দিরের নামে দান করেন সেই জায়গা আত্মসাৎ করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা করে যাচ্ছে শেহের আলী, আজ মন্দির মেরামতের কাজ করতে গেলে মোঃ শেহের আলীর ছেলে মোঃ জহিরুল ইসলাম ও তার দল বল ৮/১০টি মোটরসাইকেল করে এসে আজ (২৬শে ডিসেম্বর) রোজ শনিবার দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত দেশিয় অস্ত্র ও পিস্তল নিয়ে সাওঘাট মধ্যঋষিপাড়ায় মন্দিরে হামলা করে।
কয়েকজনকে হত্যার উদ্দেশ্যে জখম করে করে দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় বন্দুক উচিয়ে দেশত্যাগের হুমকি প্রদান করে। এসময় স্থানীয় লোকজন একটি মোটরসাইকেল আটকে রেখে রাস্তা অবরোধ করে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ওখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা হিন্দু সম্প্রদায়কে আশ্বাস দিয়েছে যে, যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।