ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এবার শ্মশানঘাটের কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্মশানঘাট কালীমন্দিরে এ ঘটনা ঘটে।
ওই এলাকার ননী গোপাল, ভবেশ রায়, জয়দেব রায় জানান, রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালীমন্দিরে প্রণাম জানাতে যান তারা। এ সময় তারা দেখেন, কালীমন্দিরের কালী প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে স্থানীয়দের খবর দেন তারা।পরে পুলিশ এসে স্থানিয়দের আসস্থ করেন তদন্ত করে ওদের গ্রেফতার করার আস্বাস দেন ।