৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৩:২৯
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

ভারতের সব গ্রামে রামে’র প্রতিমা নির্মাণ করবে বিশ্বহিন্দু পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ডিসেম্বর ২, ২০১৭,
  • 579 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের প্রতিটি গ্রামে রাম এর প্রতি গড়ার ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। ভিএইচপির শরদ শর্মা জানিয়েছেন, অযোধ্যাতে রাম মন্দির গড়ে তোলার পাশাপাশি দেশের প্রতিটি গ্রামে একটি করে রাম মন্দির বা রামের প্রতিমা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘ধর্ম সংসদ’ শীর্ষক হিন্দুদের মহাসম্মেলনে।

সোমবারই কর্নাটকে তিনদিনের ‘ধর্ম সংসদ’ শেষ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ছাড়াও বজরং দল-সহ সংঘ ঘেঁষা বেশ কয়েকটি হিন্দু সংগঠন সেখানে উপস্থিত ছিল। আসন্ন ৬ ডিসেম্বর বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংসের ২৫তম বর্ষ। আর ৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে অযোধ্যা নিয়ে প্রতিদিন শুনানি শুরু হবে। তার আগে বিশ্ব হিন্দু পরিষদের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

অযোধ্যাতেই রাম মন্দির গড়তে চেয়ে গত তিন দশক ধরে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে ভিএইচপি। ৩১ মার্চ হনুমান জয়ন্তীর দিন মন্দিরে মন্দিরে রাম মন্দির গড়তে চেয়ে প্রার্থনার আবেদন জানায় সংগঠনটি। ১০৮ বার মন্ত্র উচ্চারণ করে রাম মন্দির গড়ে উঠবেই, এই প্রার্থনা করার আহ্বান জানায় ভক্তদের। আর এবার ‘ধর্ম সংসদ’-এ সম্মলিত সমর্থন পেয়ে রাম মন্দির ইস্যুকে জাতীয় ইস্যু করে প্রাসঙ্গিকতা ফিরে পেতে চাইছে ভিএইচপি। এর পাশাপাশি, দেশ থেকে জাতপাত প্রথা ও অস্পৃশ্যতার মতো ঘৃণ্য প্রথারও অবসান ঘটানোর ডাক দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »