হুরুন ইন্ডিয়ার রিচ লিস্ট ২০১৭-তে মুকেশ অম্বানির সঙ্গে জায়গা করে নিলেন পতঞ্জলি আয়ুর্বেদের সিইও আচার্য বালকৃষ্ণ। ভারতের ধনী ব্যক্তির তালিকায় ৮ স্থানে বালকৃষ্ণের নাম। সংস্থার ৯৪ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে তার দখলে।
চলতি আর্থিক বছরে পতঞ্জলির মোট আয় ১০,৫৬১ কোটি টাকা। ২০১৬ সালে বালকৃষ্ণ এই তালিকার ১৬ নম্বরে ছিলেন। এক বছরের মধ্যে তার এই উত্থান নজর কেড়েছে। ১৭৩ শতাংশ বেড়ে তার সম্পত্তির পরিমাণ এখন ৭০০০০ কোটি টাকা। প্রসঙ্গত তিনি নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মানুষকে যোগব্যায়াম শেখানো দিয়ে।
ভারতের পঞ্চম বৃহত্তম এফএমসিজি কোম্পানি পতঞ্জলি। এই ব্র্যান্ডের বৃদ্ধিও হচ্ছে অত্যন্ত দ্রুত। গত ৫ বছরে যেখানে আইটিসির বৃদ্ধির হার ৭২%। সেখানে ২০১৫-১৬ আর্থিক বছরে পতঞ্জলির বৃদ্ধি হয়েছে ১৫০%। ফোর্বসের তালিকায় বিশ্বের ৮১৪ নম্বর ধনী বালকৃষ্ণ। ভারতের ১০০ ধনীর মধ্যে পতঞ্জলির সিইও-র স্থান ৪৮ নম্বরে।