টেনিস জগতে ভারতীয় গ্ল্যামার গার্ল সানিয়া মির্জা এখন ঢাকায়। স্বামী শোয়েব মালিকের সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে এসেছেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল টি-টোয়েন্টির এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন শোয়েব মালিক।
এই আসরে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। চিটাগং পর্ব শেষে শীর্ষে থেকে আবারো ঢাকা পর্বে মাঠে নামবে কুমিল্লা। মাঝের বিরতিতে স্বামীর সঙ্গে কুমিল্লা দলে যোগ দিয়েছেন ভারতীয় টেনিসের বিজ্ঞাপন সানিয়া মির্জা। এবারের আসরে শোয়েব মালিক ব্যাট-বলের পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন।
স্বামী ও তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সমর্থন দিতে ঢাকায় এসেছেন ভারতীয় টেনিসের গ্লামার কুইন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফেসবুক পেজে এমনটিই দাবি করা হয়েছে।
শোয়েব-সানিয়ার ছবি পোস্ট করে তারা লিখেছে, শোয়েব মালিকের সহধর্মিনী, বিশ্ব টেনিসের অন্যতম তারকা সানিয়া মির্জা উইন অর উইন স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে সাপোর্ট করতে এখন ঢাকায়। এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
এক ম্যাচ বেশি খেলা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ২এ অবস্থান করছে।
আর ১০ ম্যাচ খেলা সাকিবের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ১১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে। আর ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিশ্চিত করা মাশরাফির রংপুর রাইডার্স ৪ নম্বরে।