পিরোজপুরের স্বরূপকাঠীর সমুদয়কাঠী একটি হিন্দু অধ্যুষিত ইউনিয়ন। এই ইউপির বর্তমান আওয়ামী সমর্থক চেয়ারম্যান এমকে সবুর তালুকদার আলবদর স্টাইলে ইউনিয়নের হিন্দুপ্রধান গ্রামগুলোকে মেধাশূন্য করার ঘোর চক্রান্তে নেমেছেন। এ লক্ষ্যে তিনি টার্গেট করেছেন হিন্দু গ্রামগুলোর স্কুলগুলোকে। হিন্দু ছাত্রসংখ্যা বেশি এরকম প্রত্যেকটা স্কুলের শিক্ষা কাঠামোকে ধ্বংস করতে তিনি অবৈধ প্রভাব খাটিয়ে অযোগ্য , দালাল টাইপের লোকদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করাচ্ছেন। যার ফলে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুরোপুরি বিনষ্ট হচ্ছে। এর মাধ্যমে ঐ নব্যরাজাকার একটি শিক্ষাদীক্ষাহীন, মূর্খ প্রজন্ম হিন্দুদের উপহার দিতে যাচ্ছেন।