গত কয়েকমাস আগে বাঁকুড়ার জঙ্গলমহলের রানিবাঁধের সাতনালা মহিলা সমিতির একটি ভোটে প্রথম বিজেপি প্রার্থীরা জয়ী হন। তারপর এই স্কুলের নির্বাচনে বিজেপির জয় শাসকদল তৃণমূলকে ভাবাচ্ছে। একের পর এক প্রাতিষ্ঠানিক পরিচালন সমিতির নির্বাচনে বিজেপির জয় গেরুয়া শিবিরের ভিত জঙ্গলমহলে শক্ত করছে বলে দাবি ওই দলের নেতাদের৷ ফলে এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজেপির কর্মী-সমর্থকরা৷
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ‘‘একের পর এক নির্বাচনে বিজেপির জয়ই প্রমাণ করে দিচ্ছে মানুষ তৃণমূলকে ঘৃণাভরে ছুঁড়ে দিচ্ছেন। বিজেপিকে মানুষ কাছে টানছেন৷ এই ঘটনা তার প্রমাণ।’’ আগামী পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল-সহ সারা বাঁকুড়া জেলায় বিজেপি ভাল ফল করবে বলেও তিনি আশাবাদী।
তবে এ নিয়ে বেশি ভাবতে নারাজ তৃণমূল৷ আর এই জয়কে তারা বরং গুরুত্ব দিচ্ছে৷ তাদের আবার দাবি, তারাই বিজেপিকে ওয়াকওভার দিয়ে দিয়েছে৷ তৃণমূল কংগ্রেসের সিমলাপাল ব্লক সভাপতি সনৎ দাস বলেন, ‘‘মাত্র ছ’মাসের জন্য যেহেতু ওই কমিটির মেয়াদ, তাই দলের তরফে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।’’
যদিও তৃণমূলের একজন প্রার্থী জিতেছে ওই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে৷ সেই প্রসঙ্গে সনৎ দাসের বক্তব্য, ‘‘ব্লক নেতৃত্বকে এড়িয়ে ‘কিছু ভুঁইফোঁড় নেতা’ নিজেদের দায়িত্বে ওই প্রার্থী দিয়েছিল। এর দায়িত্ব তৃণমূলের নয়৷’’ তাই সনৎ দাসের দাবি, মানুষ এখন তৃণমূলের সঙ্গেই আছেন৷ আগামী পঞ্চায়েত