বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর আবেদন খারিজ করে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানান, চার সপ্তাহের মধ্যে আলতাফ হোসেন চৌধুরীকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।
মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলতে আর কোনো বাধা নেই বলেও জানান তিনি।
ওই মামলা বাতিল চেয়ে আলতাফ হোসেনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলসহ তার ক্ষেত্রে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছিলেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা হয়। মামলার ১৬ আসামির মধ্যে চারজনের মৃত্যু ও যুদ্ধাপরাধে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১০ জন।