২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫৪

সংখ্যালঘু শিক্ষার্থীদের উপবৃত্তির কোটা বণ্টনে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১১, ২০২১,
  • 590 সংবাদটি পঠিক হয়েছে

সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণিতে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে সরকার। এ লক্ষ্যে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের উপবৃত্তির কোটা বণ্টনে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২৭ এপ্রিলের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

মাউশি থেকে পাঠানো চিঠিতে ২০২০-২১ অর্থবছরে সংখ্যালঘু সম্প্রদায়ের (তফসিলি হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-সশস্ত্র বাহিনী, দৃষ্টিপ্রতিবন্ধী-প্রতিবন্ধী, অটিস্টিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী) বিভিন্ন শ্রেণিতে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির কোটা বণ্টনে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। ২৭ এপ্রিলের মধ্যে হার্ডকপি ও ই–মেইলে নির্ধারিত ছক মোতাবেক শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।
এই শিক্ষার্থীদের উপবৃত্তির ক্যাটাগরি অনুযায়ী মোট আবেদনসংখ্যা, বাতিলকৃত আবেদনের সংখ্যা ও নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে সঠিক আবেদনের সংখ্যা নির্ধারিত ছকে তালিকাভুক্ত করে অধিদপ্তরে পাঠাবেন আঞ্চলিক উপপরিচালকেরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »