সময় টিভির সিনিয়র রিপোর্টার আফজাল হোসেনের বিরুদ্ধে নোয়াখালীতে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নোয়াখালী আদালতের নাজির মোহাম্মদ আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। এই মানববন্ধন থেকে আলমগীর হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে।
আইন, আদালত ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ব্যানারে রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, হাসান জাবেদ, নাজমুল আহসান রাজু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন প্রমুখ অংশ নেন।
নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেনের বিরুদ্ধে ৭ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬শ ২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দেশে বিদেশে ২৭ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৬৬ টাকার লেনদেন ও স্থানান্তরের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০১৯ সালের ৫ আগষ্ট পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এই দুটি মামলায় দুদকের আবেদনে নোয়াখালী আদালত থেকে ওইবছরের ৪ সেপ্টেম্বর আলমগীর হোসেনের ব্যাংক একাউন্ট জব্দ করার আদেশ দেওয়া হয়। একইসঙ্গে যে জমি নিয়ে অভিযোগ সেই জমি বিক্রি বা হস্তান্তরের করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আলমগীর হোসেন ও তার স্ত্রীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এনিয়ে সময় টিভিতে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে আফজাল হোসেনসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা এবং গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন।