নরসিংদীর পলাশে নয়টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের কুমার বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে কালি প্রতিমা ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ।
প্রতিমাশিল্পী জয় কিশোর পাল জানান, কালি পূজার জন্য প্রতি বছরের মতো এ বছরও প্রতিমা তৈরি করা হয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা আমার ৯টি প্রতিমার হাত-পা ও মাথা ভাংচুর করেছে তা দেখিনি। তারা আরো একটি প্রতিমা নিয়ে গেছে। সকালে এসে প্রতিমা ভাংচুর দেখে থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যানকে খবর দেই।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, এই ঘটনায় শুক্রবার সকালে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে নেমেছি। যারা প্রতিমা ভাংচুরের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।