২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৯

বরিশালেরউজিরপুরে অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মিভূত-

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ৮, ২০১৭,
  • 685 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ভস্মিভূত, ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোর ৪ চার দিকে স্থানীয় স¤্রাটের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে পাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানে সিলিন্ডার গ্যাস মজুদ থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের তীব্রতা বাড়িয়ে দেয়। সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে নিরাপদ অবস্থানে সরে যেতে বাধ্য হয়। পরবর্তীতে বানারীপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুড়ে যাওয়া দোকানের মালিক মাসুদ রানা স¤্রাট জানান, রাতে তিনি পাহারার দায়িত্বে ছিলেন। ভোর ৪টার দিকে বাড়ি চলে যাওয়ার পরে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসেন। দোকানে চাল,ডাল, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। রৈভদ্রদী গ্রামের সুজনের ফোন ফ্যাক্সের দোকানে মূল্যবান কাগজপত্রসহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এ ছাড়াও মুদি মনোহারী দোকানদার শাহজাহানের নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ছাড়াও সবুজ, কুদ্দুসের দোকান পুড়ে গিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের অফিস পুড়ে ভস্মিভূত হয়। ঘটনার আকস্মিকতায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ব্যবসায়ীর মাঝে চরম হতাশা বিরাজ করছে। উজিরপুর পুলিশ, উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আস্বাস দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »