বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী,
প্রধান কার্যালয়, গণভবন, ঢাকা।
বিষয়ঃ ঝিনাইদহতে হিন্দু পরিবারকে বিএনপি সন্ত্রাসীর অত্যাচার থেকে রক্ষার জন্য আবেদন।
মহান্তন,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি স্বপ্না কর্মকার, স্বামীঃ সনাৎ কর্মকার, বুলুমিয়া সড়ক, ঝিনাইদহ। মাননীয় প্রধানমন্ত্রী খুবই দুঃখের সাথে আপনাকে বলতে বাধ্য হচ্ছি। আপনি দেশরত্ন এবং মমতাময়ী মা, তাছাড়াও বাংলাদেশের স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কণ্যা হিসাবে আমার এই সমস্যা অবশ্যই নজর দিবেন। আমার প্রতিবেশি বিএনপির ক্যাডার এবং কথিত সাংবাদিক সামস আরেফিন অনু, পিতাঃ মৃত শরিফুল ইসলাম ও তার সহযোগী মোঃ আঃ রাজ্জাক (আলো), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, বুলু মিয়া সড়ক, চাকলাপাড়া, ঝিনাইদহ। এই সামস আরেফিন অনুর পূর্বের পারিবারিক ইতিহাস অনুসন্ধান করলে জানতে পারবেন বর্তমান ঝিনাইদহ এর মাননীয় এমপি মোঃ আব্দু্ল হাই এর পেটে ছুরি মেরেছিল তার বড় ভাই বিএনপির পালিত সন্ত্রাস কাউসার আহমেদ প্রিন্স এবং অনু নিজেও সাহেদকে মাডার করে টাকা ও ক্ষমতার দাপটে পার পেয়ে যায়। আমার স্বামীর বন্ধুত্বের জের ধরে তারা আমার বাড়িতে মাঝে মাঝে যাওয়া আসা করে হঠাৎ আমাকে অনৈতিক প্রস্তব দিলে আমি রাজি না হওয়ার কারণে তারা আমাকে বিভিন্ন সময় মোবাইলে খারাপ ম্যাসেজ এবং ছবি পাঠাতে থাকে। এই ঘটনার প্রতিবাদ করার কারলে তারা আমার এবং আমার স্বামীর নামে ঝিনাইদহ সদর থানা ও কোর্টে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা সংখ্যালঘু হিন্দু পরিবার হওয়ায় এবং স্বামী দিনমজুর ও আর্থিক ভাবে অসচ্ছল হওয়ার কারণে তারা আমাদেরকে এই দেশ ছেড়ে রাতের আধারে ভারতে চলে যেতে বলেছে। যদি না যায় তারা আমাকে আমার স্বামীকে এবং আমার মেয়েকে মেরে ফেলবে অথবা গুম করে দেয়ার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। তার ছোট ভাই চেয়ারম্যান হওয়াতে ক্ষমতার দাপটে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চাই না। আমরা এলাকার সংখ্যালঘু হিন্দু আমাদের সহযোগীতা করার মত তেমন কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী। সে বলছে বিএনপি ক্ষমতায় এলে তোদের কোন হিন্দু ঝিনাইদহ শহরে রাখবো না। বিএনপির এই সন্ত্রাসীর ভয়ে আমরা আতঙ্গে আছি, আপনি আমার এবং আমার পরিবারের দিকে একটু সুনজর না দিলে জন্ম ভূমি বাংলার মাটি ছেড়ে হয়তো ভারতে পাড়ি দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী।
অতএব, মাননীয় প্রথানমন্ত্রী আপনার নিকট আকুল আবেদন এই যে, বিএনপি সমর্থিত এবং এই সন্ত্রাসী সাংবাদিক এর মিথ্যা মামলা প্রত্যাহারসহ যাতে বাংলাদেশের মাটিতে শান্তিতে বসবাস করতে পারি তার সার্বিক ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত নিবেদক
স্বপ্না কর্মকার
স্বামীঃ সনাৎ কর্মকার
বুলুমিয়া সড়ক, চাকলাপাড়া,
জেলাঃ ঝিনাইদহ
মোবাইল নং
অনুলিপিঃ
১। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানকার্যালয় ঢাকা।
২। মহাপরিচালক, পুলিশ প্রধান, প্রধানকার্যালয়, ঢাকা।
৩। মহাপরিচালক, ডিজিএফআই প্রধানকার্যালয়, ঢাকা।
৪। মহাপরিচালক, র্যাব সদর দপ্তর, প্রধানকার্যালয়, ঢাকা।
কপি পোস্ট