২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:২২
ব্রেকিং নিউজঃ

কলকাতার মণ্ডপে বুর্জ খলিফা এবং তালেবান মাতার প্রতীকে মমতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ১০, ২০২১,
  • 663 সংবাদটি পঠিক হয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের জারি করা বিধিনিষেধ মেনে চতুর্থী ও পঞ্চমীর দিনেই কলকাতার পূজা মণ্ডপগুলোয় ভিড় জমাচ্ছে মানুষ। সরাসরি প্রবেশ করতে না পারলেও করোনাবিধি মেনে দূর থেকে প্রতিমা দেখছে তারা। বুর্জ খলিফা, করোনাসহ বিভিন্ন বিষয়কে থিম করে সাজানো হয়েছে এবারের মণ্ডপগুলো। আর বাগুইহাটির মণ্ডপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপ্রতিমার প্রতীক হিসেবে সাজানো হয়েছে।সব সময়ই কলকাতার পূজার একটা বৈশিষ্ট্য হলো সাবেকি পূজার সঙ্গে থিম পূজার লড়াই। এবার কলকাতাসহ গোটা রাজ্যে দুর্গাপূজা হচ্ছে ৩৬ হাজারের কিছু বেশি জায়গায়। নানান থিমে সেজেছে মণ্ডপ ও প্রতিমাগুলো।উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টিং কলক্লাব এবার মণ্ডপ তৈরি করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফাকে থিম করে। ৮৩০ মিটার সুউচ্চ এই অট্টালিকার উদ্বোধন হয়েছিল ২০১০ সালের ৪ জানুয়ারি। এর আদলে তৈরি মণ্ডপের আলো গোটা এলাকাকে আলোকময় করে তুলেছে দক্ষিণ কলকাতার ৬৪ পল্লি এবার থিম করেছে করোনাসুরকে। হরিদেবপুরের ৪১ পল্লি থিম করেছে গ্রামবাংলাকে, আলীপুরের সর্বজনীন থিম করেছে করোনার বিরুদ্ধে লড়াইকে, দক্ষিণ কলকাতার ৬৬ পল্লির থিম এবার নারী শক্তি। এখানে পূজা করবেন নারী ব্রাহ্মণ। সবকিছুতেই জড়িয়ে থাকছে নারীশক্তি। বাগবাগান সর্বজনীনের থিম এবার বাংলার রেনেসাঁর ২০০ বছর। বাদামতলা আষাঢ় সংঘ থিম করেছে বাংলার পটচিত্রকে। দক্ষিণ কলকাতার বড়িশা ক্লাবের থিম এবার দেশভাগ; দেশভাগকালীন মানুষের দেশত্যাগ, ট্রেনে চড়ে দেশত্যাগ ইত্যাদিকে।
নীল সাদা শাড়িতে আটপৌরে ঢঙে যেভাবে আফগান মাতার রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন এবার সেভাবেই সেজে উঠছে বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতির দেবীমূর্তি, যা এবারের কলকাতা শারদ উৎসবের মূল আকর্ষণ হতে চলেছে আফগান তালেবান মাতা মমতাকে ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »