আজ সকাল থেকে বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর অবরোধ করে রেখেছে স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার এবং তার হাজার হাজার অনুসারী সাথে ছিলেন বনগাঁ জেলা বিজেপির নেত্রীবৃন্দ রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করে তীব্র প্রতিবাদে ফেটেপরেন স্থানীয় নেত্রীবৃন্দ স্বপন মজুমদার বলেন সারা বাংলাদেশ যেভাবে হিন্দুদের মন্দির বাড়ীঘর ধংশ্ব করা হচ্ছে তা সারা বিশ্বে কোথাও ঘটছে না এতো অমানবিক ঘটনা আমার অনেক আত্বীয় ফোন দিয়ে তাদের দুঃখের কথা বলেছে এমন চলতে থাকলে আমরা নিরব থাকবো না ভারত চাইলে এক রাতেই বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছেদিতে পারে কিন্তু আমরা তা চাইনা বাংলাদেশ আমাদের বন্ধুদেশ সে ভালো থাকুক এটাই প্রত্যাশা করি কিন্তু আমাদের হিন্দুদের উপর এমন ঘটনা বার বার হলে আমরা নিরব থাকতে পারব না। কবি অসীম সরকার বলেন
এবার দুর্গা পুজোয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা অনবরতভাবে এই কয়দিন হিন্দু সম্প্রদায়ের মন্দির, প্রতিমা এবং বাড়ীঘরে যেভাবে ভাঙচুর চালাচ্ছে এবং আগুন লাগিয়ে যাচ্ছে তা দেখে এক কথায় বলা যায় যে, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক দল বাংলাদেশ আওয়ামীলীগ এবং আওয়ামীলীগ সরকার বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সম্পুর্নভাবে ব্যার্থ।
আমার মতে, দেশের সকল হিন্দুদের উচিৎ, আজ থেকে দেশের সকল প্রকার নির্বাচন বর্জন করা এবং ভোটদান থেকে বিরত থাকার ঘোষনা দেওয়া ।
আরো নেতৃীবৃন্দু বক্তব্য রাখেন এবং করা হুশিয়ারী দেন।