২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:২৩
ব্রেকিং নিউজঃ

চলে গেলেন পশ্চিমবঙ্গের সুব্রত মুখোপাধ্যায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ৫, ২০২১,
  • 443 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আর নেই। গতকাল বৃহস্পতিবার দীপাবলীর রাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক, দীর্ঘদিনের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরু সুব্রত মুখোপাধ্যায় ছিলেন বর্ণময় চরিত্রের অধিকারী। গত কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি স্টেন্ট থ্রম্বোসিসে আক্রান্ত হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সুব্রত মুখোপাধ্যায় মাত্র ২৬ বছর বয়সেই পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী হন। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যখন ভারতে জরুরি অবস্থা জারি করেন, তখন সুব্রত ছিলেন পশ্চিমবঙ্গের তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী সবসময় নিজের রাজনৈতিক গুরু হিসাবে মানেন সুব্রত মুখোপধ্যায়কে। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে যাদবপুরে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মমতা। সুব্রতর প্রস্তাবেই এমনটি হয়েছিলো।

সুব্রত চলে যাওয়ার খবর পাওয়ার পর মমতা বলেছেন, ‘এমন আলোর দিনে অন্ধকার নেমে আসবে ভাবিনি। আমি সুব্রতদার মরদেহ দেখতে পারব না।’

মমতা আরও বলেন, ‘ছাত্র আন্দোলনের সময় থেকেই আমি তার সঙ্গে থেকেছি, তার নেতৃত্বে বড় হয়েছি। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শারদীয়া দুর্গাপূজার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সুব্রতদার সঙ্গে আমার দীর্ঘ দিনের সুসম্পর্ক ছিল। তিনি আমার অগ্রজ ও অভিভাবকতুল্য ছিলেন।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »