ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার হিন্দুত্ববাদী সংগঠন সংঘ পরিবারের কর্মসূচি রূপায়ণের দিকে নিচ্ছে বলে আগে থেকেই আশঙ্কা ছিল বিরোধী রাজনৈতিক মহলের। এবার তার প্রস্তুতির আরো কিছু ইঙ্গিত মিলল।
অভিন্ন দেওয়ানি বিধি, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন ও সংবিধানের প্রস্তাবনায় সংশোধন আনার মতো সংঘ পরিবারের অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন কোনো কোনো পর্যবেক্ষক।
কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী কিরেণ রিজিজু বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবেকে লেখা চিঠিতে বলেছেন, নতুন আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি পর্যালোচনা করবে।
নিশিকান্ত সংসদের শীতকালীন অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) চালু করার দাবি তুলেছিলেন। অভিন্ন দেওয়ানি বিধিতে সব ধর্মের মানুষের জন্য একই রকম পারিবারিক, বিবাহ, উত্তরাধিকার সংক্রান্ত আইন থাকার কথা। এর ফলে মুসলিমদের শরিয়ত অনুযায়ী ব্যক্তি আইনের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিজেপির ২০১৯-এর ইশতেহারেও অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা হয়েছিল। আইনমন্ত্রী কিরেন রিজিজু চিঠিতে জানিয়েছেন, ২১তম আইন কমিশনের মেয়াদ ২০১৮ সালে শেষ হয়ে গেছে। নতুন আইন কমিশন গঠন হলে অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিজেপি সংসদ সদস্য কিরোরীমল মিনা রাজ্যসভায় এ নিয়ে বেসরকারি বিল (প্রাইভেট মেম্বার্স বিল) আনার নোটিশ দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার।