নিজস্ব প্রতিনিধি: এবার ফের ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে৷ রেল মন্ত্রক সূত্রে খবর, আগামী ২৬ মার্চ থেকে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হবে। করোনার কারণে দু’বছর দুই বাংলার ট্রেন চলাচল বন্ধ ছিল। আবার ২ বছর পরে চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল ।
২৬ মার্চ থেকে চালু হচ্ছে মৈত্রী, বন্ধন এক্সপ্রেস। উল্লেখ্য দুই বাংলার মধ্যে ট্রেন সার্ভিস চালু করার জন্য ভারতের সরকার চিঠি দিয়েছে বাংলাদেশকে। এই ট্রেন সার্ভিস চালু হলে দুই বাংলার মানুষ খুবই উপকৃত হবেন। বিশেষ করে দুই বাংলার পর্যটনপ্রেমী মানুষ এই ট্রেন সার্ভিস চালু হয় খুবই খুশি।