২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৫০
ব্রেকিং নিউজঃ

পশ্চিমবঙ্গের রামপুরহাটে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ক্ষতিয়ে দেখতে আসবেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ২৩, ২০২২,
  • 527 সংবাদটি পঠিক হয়েছে

সকালেও থমথমে রামপুরহাটের বগটুই গ্রাম। পুলিশের ভারী বুটের আওয়াজ আর বাতাসে পোড়া গন্ধ। রাতারাতি হাজার ওয়াটের প্রচারের আলোর তলায় এসে পড়েছে অখ্যাত বগটুই। দিনের আলো ফুটলেও, আতঙ্ক পিছু ছাড়েনি কার্যত জনশূন্য গ্রামের।

মঙ্গলবারের ঘটনার পর থেকেই গ্রাম ছাড়তে শুরু করেন বাসিন্দারা। বিগত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহের জেরে আশঙ্কা তৈরি হয়েছে, ফের হামলা হবে না তো? তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখের পরিবার বগটুই গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। একই ভাবে গ্রাম ছাড়ছে আরও একাধিক পরিবার।
সোমবার রাতে ভাদু শেখ খুন এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহের রেশ এখনও তাজা। বুধবার সকালেই গ্রামে আসার কথা বাম ও বিজেপি-র প্রতিনিধি দলের। এ দিকে গোটা গ্রাম ঘিরে চলছে পুলিশের কড়া নজরদারি। এই পরিস্থিতিতে গ্রামে ঢুকে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করতে পারবেন কি বিরোধী নেতারা, না কি নতুন করে তৈরি হবে সঙ্ঘাতের বাতাবরণ, এখন সেটাই দেখার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »