২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২৩
ব্রেকিং নিউজঃ

আইবিএফএ বরিশালে আলোচনা সভায় ভারতের পদ্মশ্রী কাজী মাসুম আখতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৬, ২০২২,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে

“আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্যকে ধারণ করে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১২ নগরীর চৌমাথায় একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভারতের পদ্মশ্রী খেতাব প্রাপ্ত ও ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ইন্ডিয়া চাপ্টারের সহ-সভাপতি জনাব কাজী মাসুম আখতার।

অনুষ্ঠানের শুরুতে মাসুম আখতারকে ফুলেল শুভেচ্ছা জানান ও অনুষ্ঠান পর্যায়ক্রমে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় শাখার সদস্যরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দো বাংলা অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগীয় শাখার সভাপতি হিরণ কুমার দাস মিঠু, সহ-সভাপতি জুয়েল কবির শাহীন, সাধারণ সম্পাদক আবু মাসুম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ, যোগাযোগ সম্পাদক বিপ্লব হালদার, ইঞ্জিনিয়ার মো. রনি, দুলাল সাহা, সুমন পাত্রসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্দো বাংলা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের সমাজিক কর্মকান্ড আরো দৃঢ় হবে, ও দু’দেশের সম্পর্ক উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে। এছাড়াও উল্লেখ করেন, পদ্মা সেতু তৈরি করে বর্তমান সরকার ভারতসহ সারা বিশ্বের প্রশংসা পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »