২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:১৪

উজিরপুরে বিল দখলের প্রতিবাদ করায় হিন্দু শিক্ষকের ওপর আ. লীগ নেতার হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুলাই ১৮, ২০২২,
  • 235 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় ৩ হাজার বিঘা আয়তনের পুটিয়ারি বিল দখলের প্রতিবাদ করায় এক হিন্দু শিক্ষকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা। গত শুক্রবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি বাজারে হামলার ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন মিডিয়াকে হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়ারি বিল দখল করে সেখানে জোর করে মাছ চাষ করছিলেন সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খালেক আজাদের ছেলে মশিউর মিয়া এবং তার ভাই মনির মিয়া। আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার মণ্ডল এর প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা করে।

উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগ নেতা মশিউর, তার ভাই মনির ও তাদের সহযোগীরা আজ দুপুরে বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ওপর হামলা, দোকান ভাঙচুর ও টাকা লুট করেছে।’

তিনি আরো বলেন, ‘ শুক্রবার দুপুর ১টার দিকে আচমকা মনির ও মশিউরসহ অন্তত ৩০ জন রড, লাঠিসোটা নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান ইভা এন্টারপ্রাইজে হামলা চালায়। তারা আমাকে পিটিয়ে আহত করে। হামলার সময় স্থানীয় সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ ও স্থানীয় মেম্বার অমল মণ্ডলসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তারা ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে,’ বলেন উজ্জ্বল।

পলাশ বলেন, ‘হামলার সময় আমি ঘটনাস্থলে গিয়ে ভিডিও করছিলাম। সে সময় আমার ওপর হামলা চালানো হয়। তারা আমার মোবাইল ফোন ভেঙে ফেলে।’

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, ‘মনির মিয়া ও তার ভাই মশিউর মিয়ার নেতৃত্বে এই হামলা হয়েছে। আমি ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে বিষয়টি জানিয়েছি। খালেক আজাদ বিলটি দখল করে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার ২ ছেলে মনির ও মশিউর এই বিলটি দখলে রাখতে চাচ্ছে। প্রধান শিক্ষক উজ্জ্বল ছাড়াও অনেকে এর প্রতিবাদ করছিলেন। যে কারণে প্রকাশ্যে হামলা করেছে ২ ভাই ও তাদের সহযোগীরা।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »