মন্দিরে কীর্তন চলাকালীন সময়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে…!!! উল্লেখ্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক বিপ্লব দাসের এলাকার মন্দিরে হামলা এবং তার ভাই হামলার শিকার! বরিশালের ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়া গ্রামে মন্দিরে কীর্ত্তনের সময়ে হামলার ঘটনা ঘটেছে!
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মঙ্গলবার (১৯-০৭-২২) রাত ৯.৩০মিনিটে বরিশালের ২৬নং ওয়ার্ডের হরিনাফুলিয়া গ্রামে হরিনাফুলিয়া রাধা গোবিন্দ ও দূর্গা মন্দিরে কীর্তন গানের সময়ে প্রায় ১০০ জন দুষ্কৃতকারীর সম্মিলিত অতর্কিত হামলার শিকার হন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। হামলায় আহত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে ভর্তি আছেন পলাশ চন্দ্র দাস (৩৪), অমল চন্দ্র হাওলাদার (৬০) এছাড়া ওই মন্দিরের পূজারী শোভা রানীর শারীরিকভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। গ্রামে এখনো আতঙ্ক বিরাজ করছে। পরবর্তীতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে হামলাকারীদের তিনজনকে আটক করেছে।