প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেলা কিশোরগঞ্জ। এবার সেই কিশোরগঞ্জের ভৈরবে চন্ডিবের গ্রামে রাতের আঁধারে হিন্দুদের বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৮টি হিন্দু বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে নরসিংদীর পলাশ উপজেলার ধলাদিয়া মন্দিরের পাশের রাস্তার মোড়ে দুই হিন্দু ব্যবসায়ীর একমাত্র
আয়ের উৎস চারটি দোকান, সেই দোকানগুলোতে রাতের আঁধারে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী হিন্দু ব্যবসায়ীরা হলেন পঙ্কজ ধর ও মন্টু ভক্ত।
তাদের একমাত্র আয়ের উৎসকে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করায়, ভুক্তভোগীদের পরিবার অসহায় হয়ে পড়েছে এবং বর্তমানে তারা আতঙ্কে দিন পাড় করছে