২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৮:১১
ব্রেকিং নিউজঃ

বিমানবন্দরে সাফজয়ী কৃষ্ণা রানীর আড়াই লাখ টাকা চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে বুধবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে এসে রাজসিক সংবর্ধনাই পেয়েছেন ফুটবলাররা। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে গিয়েছেন। পথে পথে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবিনা-সানজিদরা। ক্লান্তিকর দিনের শেষে মন খারাপ করা খবরও পেয়েছেন নারী ফুটবলাররা। নেপাল থেকে সাফ জিতে আসা ফুটবলার কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়ে গেছে। বিমানবন্দর থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গণমাধ্যমকে কৃষ্ণা বলেন, শুধু তার নয় আরও অনেক ফুটবলারের লাগেজ খোলা ছিল। তিনি বলেন, যেহেতু দেশের আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর। ঢাকার বিমানবন্দরে এমন ঘটনা অবশ্য নতুন নয়। বিমানের যাত্রীদের লাগেজ খোলা, ভাঙাই যেন বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিত্যদিনের কাজ। কিন্তু দুঃখের বিষয়, হতদরিদ্র ঘরের এসব নারী ফুটবলারদেরও ছাড়লো না তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »