বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকায় সড়কটিতে দুটি নামফলক করা হয়। এর একটি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে এবং অপরটি মুক্তিযুদ্ধকালীন কলসাঠীতে গণহত্যার শহীদদের তালিকা।
স্থানীয়রা ও একাধিক সংবাদকমী জানিয়েছেন, এমপি নাসরিন জাহান রত্নার স্বামী জাপার কো-চেয়ারম্যান রুহুল আমিন ঢাকা থেকে নামফলক দুটো এনেছেন। তারা গত ৭ আগস্ট ওই সড়কটির ঘটা করে উদ্বোধন করেছেন।
২০১৬ সালে কলসকাঠীতে বদ্ধভূমি ও সেখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনে যান তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না সাংবাদিকদের বলেন, ৭১ এর গণহত্যার জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি করা হয়েছে।
গত ৭ আগস্ট সড়কটি ঘটা করে উদ্বোধন করেন সংসদ সদস্য নাসরিন জাহান রত্না। এ সময় তার স্বামী জাতীয় পাটির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারও ছিলেন। প্রায় ২ কোটি টাকায় নির্মিত সড়কটির উদ্বোধন করা হয়।