উড়িষ্যার ভুবনেশ্বরে দলগত নৃত্যে নিজের প্রতিভার জানান দিলেন বরিশালের মেয়ে অহনা। উড়িষ্যায় ভারতীয় স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাস সংক্রান্ত একটি অনুষ্ঠানে কিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হয়ে অহনা ও তার দল নৃত্যে প্রথম স্থান অধিকার করেছে। অহনা ঐ নাচের কোরিওগ্রাফার ছিলেন। শুক্রবার ১৮ই আগস্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বরিশালের মেয়ে ফাবিহা হুমায়দী অহনা অধ্যাপক জহিরুল ইসলাম এবং নারী নেত্রী মেহেরুন্নেসা সুমির কন্যা সন্তান। লেখাপড়ার সুত্রে তিনি উড়িষ্যার ভুবনেশ্বর এ কিট ইন্টারন্যাশনাল স্কুলে ৮ম শ্রেনীর ছাত্রী। বাংলাদেশ এ থেকেও অহনা নাচ ও আবৃত্তিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে একাধিক সাফল্য দেখিয়েছে।