১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪২
ব্রেকিং নিউজঃ

ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপের উদ্যেগে বেনাপোলের জিরো পয়েন্টে রাখি বন্ধন উৎসব পালিত ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩,
  • 195 সংবাদটি পঠিক হয়েছে

“ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ এসোসিয়েশন”এর উদ্যোগে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দরের জিরো পয়েন্টে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি দুই বাংলার মৈত্রী স্লোগানে রাখি বন্ধন উৎসব পালিত করে IBFA বিএসএফ- বিডিআর এবং ভারত বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাখি বন্ধন করা হয়।উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক IBFA ভারতীয় সম্পাদক: মাননীয় স্বপন মজুমদার মহাশয়,বাংলাদেশের IBFA বাংলাদেশ সম্পাদক সুমন হালদার IBFA IN দপ্তর বিক্রম নাহা IBFA IN সদস্য গন সহ বারাসাত জিলা বিজেপি সভাপতি মাননীয় তাপস মিত্র মহাশয়, বেনাপোল শার্শার মেয়র লিটন ও বিএসএফ, বিডিআর, কাস্টমসের আধিকরীকগণ।
এ সময় সাংবাদিকদের স্বপন মজুমদার বলেন দুই বাংলার মানুষের সম্পর্ক ভাত্রিত্বের হৃদয়ের তাই আমরা এ উৎসব প্রতি বছর করে আসছি
সুমন হালদার বলেন বাংলা কখনো ভাগ হয়না আমাদের সম্পর্ক রক্তের রাজনৈতিক কারনে হয়তো ভাগ হয়েছে কিন্তু মানুষিক চিন্তা চেতনায় কৃস্টি কালচারে ভাষা খাদ্যে সব এক
তাহলে আমরা এক জাতি বাঙালি
তিনি আরো বলেন ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধে
ভারতের ত্যাগ প্রতিটি বাংলাদেশী শ্রদ্ধ্যার সহিত স্বরন করে
ভাবতে পারেন ১৯০০০ ভারতীয় সৈন্যের বলিদানে আজ আমাদের বাংলাদেশ হে ভারত তোমাকে শ্রদ্ধ্যা ভরা প্রনাম
বারাসাত জেলা বিজেপির সাবেক সভাপতি
তাপস মিত্র বলেন আমাদের সম্পর্ক আত্মার হৃদয়ের।
শার্শার সাবেক মেয়র খায়রুজ্দামান লিটন বলেন
ভারত আমাদের পরম বন্ধু ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »