ধর্ম ডেস্ক: হিন্দু ধর্ম ও হিন্দু সমাজকে পাঁচ ধরনের মানুষ ধ্বংস করছে যেমন:-
১। উগ্র ব্রাহ্মণ্যবাদ, যারা নিজেদেরকে উচ্চ শ্রেণীর মনে করে অন্যদেরকে ঘৃণার চোখে দেখছে ।
২/ উগ্র গুরুবাদে বিশ্বাসী, যারা গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে দিয়ে হিন্দু ধর্মের বারোটা বাজাচ্ছে । বিশেষ করে রাম ঠাকুর, রামকৃষ্ণ কিংবা অনুকূল ঠাকুরের,জগত বন্ধু এমনি হাজারও গুরুর উগ্র শিষ্যরা ।
৩/ উগ্র সেক্যুলারবাদে বিশ্বাসী, এক শ্রেণীর হিন্দু আছে যারা মনে করে সকল ধর্ম সমান, গরু খাওয়া মানেই সেক্যুলার হওয়া ইত্যাদি ।
৪/ হিন্দু নাস্তিক, হিন্দু সমাজে নাস্তিকদের যেভাবে ছাড় দিয়েছে অন্য ধর্মে তা দেওয়া হয়নি । হিন্দু নাস্তিকদেরকে ছাড় দেওয়ার ফল আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে হিন্দু সমাজ ।
৫/ উগ্র প্রসাদ ভক্ষনকারী হিন্দু, যারা নিয়মিত নিরামিষ রান্না করে ঠাকুরকে দেন এবং প্রসাদ করে নিজেরা ভক্ষন করেন । এদের মধ্যে এক শ্রেণীর হিন্দু আছে যারা এতটাই উগ্র প্রসাদভোজী যারা কিনা মাছ-মাংস খাওয়া হিন্দুদের কুকুরের সাথে তুলনা করতেও
দ্বিধাবোধ করে না । এই উগ্র প্রসাদভোজী হিন্দুরা নিজেদের ভেতরে হিংসা নিয়ে নিজেদেরকে এক একজন ভগবানের দাস মনে করছে ।
উপরোক্ত পাঁচ শ্রেণীর হিন্দুদের সঠিক পথে আনুন দেখবেন আমরা আলোর মুখ দেখছি ।