৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:১৮
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

অক্টোবরে মুক্তি পাবে ৬ সিনেমা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০১৭,
  • 575 সংবাদটি পঠিক হয়েছে

এবার অক্টোবর মাসের দৃশ্যপট একটু ভিন্ন হতে যাচ্ছে।  ৬টি ছবি মুক্তি পাবে এ মাসে। এরমধ্যে কয়েকটি রয়েছে বড় বাজেটের। তাই এ মুহূর্তে অক্টোবরের দিকে চেয়ে আছেন চলচ্চিত্র কলাকুশলী ও সিনেমা-প্রেমীরা। ৬টি ছবি মুক্তি পাওয়ার বিষয়টি জানা গেল ছবিগুলোর সংশ্লিষ্ট পরিচালক ও প্রযোজকদের কাছ থেকে।

দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, ইমতিয়াজ আহমেদ বিজনের ‘মাটির প্রজার দেশে’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, সারোয়ার হোসেনের ‘খাস জমিন’ ও মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তির অপেক্ষায় রয়েছে।  ৬ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতুহল আছে দর্শকদের মাঝে। ছবিটিতে আরিফিন শুভ, মাহীসহ অনেকেই অভিনয় করেছেন। অ্যাকশন ধাঁচের ছবিটির গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার।

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ছবিটি দেশে মুক্তি পাওয়ার পর ২০ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে মুক্তি পাবে বিশ্বের বিভিন্ন দেশে।’ ৬ অক্টোবর ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রটিও মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক ইমতিয়াজ আহমেদ।

রাজেস ফিল্ম প্রযোজিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মীমসহ অনেকে। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর।

বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ও সরোয়ার হোসেনের ‘খাস জমিন’ মুক্তি পাবে ২০ অক্টোবর। গত ৯ জুলাই কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। এদিকে, ‘খাস জমিন’ নির্মাতা সারোয়ার হোসেন বলেন, ‘আমার ছবির গল্পটি মৌলিক। ছবিতে সাইমন ও বিপাশা কবির অভিনয় করেছেন। ঢাকার সিনেপ্লেক্সসহ ভালো সিনেমা হলগুলোকে টার্গেট করেছি আমি।’

মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত আলোচিত ‘ডুব’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। শুধু বাংলাদেশেই নয়, একইসঙ্গে ভারত, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটির মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান, কলকাতার পর্ণো মিত্র, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ। ছবির বাংলাদেশ অংশের প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে এরইমধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী।’

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আগামী মাসে ৬টি ছবি মুক্তি পাবে। আমাদের চলচ্চিত্রের জন্য এটা বেশ ভালো খবর। পরপর এই ছবিগুলো মুক্তি পেলে সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বাড়বে।’

এদিকে প্রযোজক-পরিবেশক সমিতির আহ্বায়ক নাসিরউদ্দিন দিলু বলেন, ‘অনেকদিন পর এক মাসেই একাধিক বড় বাজেটের বেশকিছু ছবি মুক্তি পাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সত্যিই সুখবর। ভালোমানের ছবি মুক্তি পেলে এমনিতেই দর্শকের প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আগ্রহ বাড়ে।’ তবে সিনেমাপ্রেমীরা বলছেন, ৬টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এটা বড় বিষয় না। কয়টি ছবি মানসম্মত হবে সেটাই দেখার বিষয়। ছবিগুলোর গ্রহণযোগ্যতা না থাকলে মুক্তির কোনো মানে থাকবে না। 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »