দীর্ঘ দুই বছর পর খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০১৫ সালে ‘এ’ দল ভারত সফর করেছিল। এবার বাংলাদেশের দ্বিতীয় সেরা দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ‘এ’ দল। আগামী শনিবার ঢাকার মাটিতে পা রাখতে যাওয়া আইরিশরা একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে।
বুধবার চার দিনের ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রয়েছেন দুজন, নাঈম হাসান ও অধিনায়ক সাইফ হাসান।
আগামী ১১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র চার দিনের ম্যাচ। এই ম্যাচ শেষে দুই দল চলে যাবে কক্সবাজার।
ওয়ানডে সিরিজের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স। পাঁচটি ওয়ানডে হবে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর দেশের পথে রওনা হবে আয়ারল্যান্ড ‘এ’ দল।
চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন লিখন।