আপনার মোবাইলের ছবিগুলো ব্যাকআপ নিতে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে নতুন পদ্ধতি যুক্ত হতে পারেন। তাৎক্ষণিক আপনার মোবাইলের ছবিগুলো অটোমেটিকভাবে অনলাইনে সংরক্ষণ হবে।
সুতরাং আপনার স্মৃতিময় সময়টাতে ধরে রাখতে পারবেন। এমনটি আপনার মোবাইলফোনটি চুরি হলে বা ভেঙ্গে গেলেও ছবিগুলো নষ্ট হবে না। এই কাজের জন্য অনেকগুলো অপশন রয়েছে তা থেকে যেকোনো একটিকে বেছে নিয়ে ভুলে আপনি ব্যাকআপের চিন্তা ভুলে যান।
ড্রপবক্স- এর ‘Carousel’ এবং মাইক্রোসফটের ‘ওয়ান ড্রাইভ’অটোমেটিক আপনার ছবি ও ভিডিওগুলো ক্লাউডে সংরক্ষণ করবে।
প্রাথমিক অবস্থায় আপনি ৫জিবি স্টোরেজ সুবিধা পাবেন এবং পরবর্তীতে ৭জিবি’র সুবিধা পাবেন। আপনি চাইলে আইওএস ও অ্যান্ড্রয়েড এর জন্য গুগলপ্লাস-এ আনলিমিডেট ২০২৮ মেগাপিক্সেলের ছবি সংরক্ষণের সুযোগ রয়েছে। এছাড়াও যদি ফ্লিকার এর সুবিধা নিতে চান তাহলে ১টিবি জায়গা আপনাকে ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য দেয়া হবে।