বিশ্বের ঐতিহ্যবাহী মারিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে এ খবর জানিয়েছেন তিনি।
ফেসবুকে দেয়া পোস্টে সাকিব এমসিসির নিয়োগপত্রের ছবি পোস্ট করেছেন। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর থেকে সাকিবের সদস্যপদ কার্যকর হয়েছে।
পোস্টে সাকিব লিখেন- ‘মর্যাদাপূর্ণ এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটির একজন সদস্য হিসেবে আমাকে বাছাই করার জন্য আমি সত্যিই সম্মানিতবোধ করছি। এমন সম্মান প্রদান করায় আপনাদের ধন্যবাদ।’
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এই মারিলেবোন ক্রিকেট ক্লাবের সদস্যদের তালিকায় অনেক গ্রেট ক্রিকেটার রয়েছেন। বিশ্ব ক্রিকেট কমিটির বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে আছেন কুমার সাঙ্গাকারা, স্টিভ ওয়াহ, সৌরভ গাঙ্গুলী ও রিকি পন্টিংয়ের মতো সেরারা।
আন্তর্জাতিক ক্রিকেট ও আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করে এমসিসি।