২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৭:২৭
ব্রেকিং নিউজঃ

অবশেষে ক্যামেরার সামনে অপু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ৮, ২০১৭,
  • 667 সংবাদটি পঠিক হয়েছে
প্রিন্ট সংস্করণ    |

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০১৭ ১১:৩৯:৫৭ প্রিন্ট

অবশেষে ক্যামেরার সামনে অপু

অপেক্ষার প্রহর কাটিয়ে অবশেষে সিনেমায় ফিরলেন অপু বিশ্বাস। তবে নতুন কোনো ছবি নয়। অসমাপ্ত ছবি ‘পাঙ্কু জামাই’-এর শুটিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

শনিবার থেকে এফডিসিতে শুরু হয়েছে আবদুল মান্নান পরিচালিত ‘পাঙ্কু জামাই’ ছবির শেষাংশের শুটিং। এ ছবির বেশিরভাগ শুটিংই আগে সম্পন্ন করা হয়েছে। সন্তান ধারণের কারণে কয়েকটি দৃশ্য ও দুটি গানের শুটিং করতে পারেননি অপু।

মূলত তখন অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন। অবশেষে গতকাল দৃশ্যগুলোর শুটিংয়ের মাধ্যমে ছবির বাকি কাজ শেষ করছেন তিনি। দীর্ঘদিন পর আবারও সিনেমার শুটিংয়ে ফেরা প্রসঙ্গে অপু বলেন, ‘আমি সিনেমারই মানুষ। তাই এ মাধ্যম থেকে দুরে থাকাটা খুব কষ্টের। পাঙ্কু জামাই ছবির কাজ আগেই শেষ করার কথা ছিল। কিন্তু সন্তান পেটে আসার কারণে শেষ করতে পারিনি। বিশ্রামে যেতে হয়েছিল। সন্তান জন্মের পর শারীরিকভাবে কিছুটা মুটিয়েও গিয়েছিলাম। এখন নিজেকে ফিট করে আবারও কাজ শুরু করলাম। হাতে থাকা অসমাপ্ত ছবিগুলোর কাজ শেষ করব আগে। তারপর নতুন ছবি নিয়ে ভাবব।’

প্রসঙ্গত, এ ছবিতে শাকিব খানও অভিনয় করছেন। তবে গান ছাড়া তার সিকোয়েন্স শুটিং আগেই শেষ হয়েছে। গত সপ্তাহে ডাবিংয়েও অংশ নিয়েছেন তিনি। শিগগিরই গানের শুটিং করে ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজনা সংস্থা ভাউয়াল পিকচার্সের কর্ণধার মোজাম্মেল সরকার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »