বরিশাল নগরী থেকে মহানগর গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের অভিযানে আজ রবিবার বিপুল পরিমান ইয়াবা টেবলেট ও গাজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করে। এর মধ্যে কোতয়ালী থানা পুলিশের এস আই সমিরন মন্ডল, এস আই শামিম , এ এস আই সুমন, এ এস আই বিধান যৌথ অভিযান চালিয়ে নগরীর আমতলা এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ দুই জনকে আটক করে। আটককৃতরা হল, আমতলা জমির খান সড়কের আ: খালেক হাওলাদারের মেয়ে আয়শা আক্তার রুবিনা (২৮) ও বাটনা এলাকার হাতেম আলী হাওলাদারের পুত্র শহিদুল ইসলামকে আটক করে। তাদের তল্লাসি করে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে ডিবি পুলিশের এসআই/ মোঃ মনির হোসেন সাড়ে ৪ টার সময় তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বরিশাল মহানগরী এলাকায় অভিযান ডিউটি করার সময় কাউনিয়া থানাধীন ০১নং ওয়ার্ডস্থ কাউন্সিলর মামুন এর বাসার মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ হৃদয় সরদার (১৮), পিং- মোঃ খোকন সরদার, সাতা- মোসাঃ আনোয়ারা বেগম, সাং- আশুকাঠী, থানা- গৌরনদী, জেলা- বরিশাল, এ/পি- কাউনিয়া, বাগান বাড়ী রাশেদ ম্যানশন এর বাসার ভাড়াটিয়া, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশালকে আটক করেন এবং তাহার নিকট হইতে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হইয়াছে। পরবর্তীতে সাড়ে ৫ টার সময় ওই এসআই/মোঃ মনির হোসেন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বরিশাল মহানগরী এলাকায় অভিযান ডিউটি করার সময় কাউনিয়া থানাধীন ০১নং ওয়ার্ডস্থ মরকখোলা পোলের উত্তর পার্শ্বের ঢালে জেলা পরিষদ মার্কেটে “জাকির স্টোর” নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর। হইতে পঙ্কজ দাস (৩৮), পিং- মৃত এ্যাডঃ চিত্ত রঞ্জন দাস, মাতা- শিলা রানী দাস, সাং- জালিয়া বাড়ীর পোল, ০২নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, বিএমপি, বরিশাল কে আটক করেন এবং তাহার নিকট হইতে ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু হইয়াছে। অপরদিকে সাড়ে ১২ টার সময় এসআই/ মোঃ দেলোয়ার হোসেন, তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বরিশাল মহানগরী এলাকায় অভিযান ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ শের-ই-বাংলা সড়কের জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন এর বাসার ভাড়াটিয়া আসামী আলীউদ্দিন হাওলাদার এর টিনশেড বসত ঘরের মাঝখানেররুম হইতে আসামী আলাউদ্দিন হাওলাদার (৫০), পিং-মৃত আফসার হাওলাদার, সাং- সারুক খালী (পাড়েরবাড়ী), চাঁনপুরা ইউনিয়ন, থানা- বন্দর, জেলা-বরিশালকে আটক করেন এবং তাহার নিকট হইতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলারুজু হইয়াছে। এবং ২ টার সময় ওই এসআই/দেলোয়ার হোসেন, পিপিএম, সঙ্গীয়অফিসার ও ফোর্সসহ বরিশাল মহানগরী এলাকায় অভিযান ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন২৮নং ওয়ার্ডস্থ শেরে বাংলা সড়কে ধৃত আসামী মোঃি রপন মুন্সি এর টিনশেড বসতঘরের পিছনের রুমহইতে আসামী ১) মোঃ রিপন মুন্সি @ তেল রিপন(৩৮), পিং- মৃত আব্দুল রহমান মুন্সি, সাং- শেরে বাংলাসড়ক, ওয়ার্ড নং- ২৮, থানা- এয়ারপোর্ট, বিএমপি,বরিশাল, ২) শেফালী বেগম (৩৪), পিং- মৃত কাঞ্চন আলীঘরামী, স্বামী- মোঃ রিপন মুন্সি @ তেল রিপন সাং-শেরে বাংলা সড়ক, ওয়ার্ড নং- ২৮, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশালদ্বয়কে আটক করেনএবং তাহাদের নিকট হইতে (১৫০+৫০)=২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ সংক্রান্তে তাহার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলারুজু হইয়াছে।