মন্দিরে পুজার দায়িত্ব ভার গেল দলিতদের হাতে। মন্দিরের নিয়োগ করা হয়েছে ৬ জন দলিত পুরোহিত। নজিরবিহীন এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিন ভারতের ট্রাভাঙ্কোর দেবাসম রিক্রুটমেন্ট। তুলে দেওয়া হল মন্দিরের ভার।ট্রাভাঙ্কোর দেবাসম মন্দিরের পুজোর ভার পেল ৬ দলিত। পালা বদলে মন্দিরের অন্যান্য দায়িত্ব পালনের জন্যে নিয়োগ করা হয়েছে আরও ৩০ জন অব্রাহ্মণকেও। যদিও এর আগে ট্রাভাঙ্কোর দেবাসম রিক্রিউটমেন্ট বোর্ড মন্দিরের পুজোর জন্যে অব্রাহ্মণ পুরোহিত নিয়োগ করেছিল, তবে এই প্রথম দলিত পুরোহিতরা এই স্বীকৃতি পেলেন। মোট ৬২ জন পুরোহিতের তালিকা চূড়ান্ত করে মন্দিরের বোর্ড। তার মধ্যে ৩৬ জন অব্রাহ্মণ ছিলেন। প্রত্যেক প্রার্থীকেই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হয়েছে। দেবাসম রিক্রিউটমেন্ট বোর্ডের সঙ্গে যুক্ত মন্ত্রী কাডাকামপল্লী সুরেন্দ্রানের নির্দেশেই লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই মেধা তালিকাতেই সুযোগ পেয়েছেন ৬ দলিত।সর্বভারতীয় ব্রাহ্মণ ফেডারেশনের সদস্য আক্কিরমন কালিদাসন ভাট্টাথিরিপদ জানিয়েছেন, ‘আমরা একেবারেই অব্রাহ্মণ পুরোহিত নিয়োগের বিরুদ্ধে নই। আমরা শুধু যাচাই করে নিতে চাই যাঁরা এই দায়িত্ব পাবেন তাঁদের বৈদিক মন্ত্র সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে।’ এই মেধাতেই পাশ করেছেন ওই দলিতরা।