৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ১:১৬
ব্রেকিং নিউজঃ
আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯ টাঙ্গাইলের মধুপুরে হিন্দু যুবককে কুপিয়ে আহত করে জাহেদুল

২০১৭ নিয়ে নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০১৭,
  • 575 সংবাদটি পঠিক হয়েছে

ষোড়শ শতকের বিখ্যাত জ্যোতিষী ছিলেন মিচেল ডি নসট্রেডেম। পেশায় চিকিৎসক এই ফরাসি ভবিষ্যতদ্রষ্টাকে লাতিন উচ্চারণে ডাকা হয় নস্ট্রাডামাস।

তার অনুসারীদের দাবি, তিনি এমন অনেক কিছু নিয়েই ভবিষ্যদ্বাণী করেছিলেন যেগুলো পরবর্তী কয়েক শতক ধরে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফরাসি বিপ্লব, হিটলারের উত্থান ও ক্ষমতায় আরোহন, যুক্তরাষ্ট্রে সংঘটিত ৯/১১-র ঘটনা প্রভৃতি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার ব্যাপারেও নাকি তার ভবিষ্যৎবাণী ছিল বলে তার অনুসারীদের দাবি, এমন কেউ একজন আসবেন যাকে তিনি চিহ্নিত করেছিলেন, ‘ ভীষণ নির্লজ্জ ও স্পর্ধাঅলা চিৎকারকারী’ হিসেবে।
নস্ট্রাডামাস তার প্রতিটি ভবিষ্যদ্বাণী লিখে গেছেন চার লাইনের ছন্দবদ্ধ কবিতার আকারে। হেঁয়ালিভরা এই পদ্যগুলোর  বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন তার অনুসারীরা। তবে এখানে কয়েকটি কবিতা খুবই প্রাসঙ্গিক যেগুলো ২০১৭ সালের প্রত্যাশার সঙ্গে বেশ মিলে যেতে পারে। এসব কবিতায় ২০১৭ সালে খরা, বন্যা, যুদ্ধ, মহামারি ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনার কথা বলা হয়েছে।
১. বন্যা ও খরা
চল্লিশ বছর ধরে রামধনু দেখা যাবে না
ফের চল্লিশ বছর ধরে তা দেখা যাবে প্রতিদিন
শুষ্ক ধরা আরও হবে বিশুষ্ক মলিন
তারপর ধেয়ে আসবে ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বন্যা।

২. বজ্র ও দ্বন্দ্ব
মহান লোকটাও একদিন নুয়ে যাবে বজ্রের আঘাতে
একেই শয়তানের পরোয়ানা বলে গেছে ভবিষ্যদ্রষ্টা বাহক
আরেকজন পড়ে যাবে রাতের আঁধারে, দেখো ভবিষ্যতে
বাঁধবে দ্বন্দ্ব রেইমস-লন্ডনে, ইসলাম নিয়েও যুদ্ধ হবে কতক।

৩. সূর্যাস্তে যুদ্ধ
সূর্যাস্তের একটু আগে যুদ্ধ শুরু হলে
শক্তিশালী জাতি হয়ে যাবে নড়বড়
জয়ী হলেও পোতাশ্রয় দেবে না উত্তর
সেতু আর কবর সবই রবে বিভুঁই অঞ্চলে

৪. সামান্য বিরতি
মহামারি থেমে গেলে ছোট হয়ে আসবে পৃথিবী
এরপর দীর্ঘ সময় ধরে জমিতে চলবে নিবিড় চাষাবাদ
মানুষ নিরাপদে করবে ভ্রমণ আকাশ, ভূমি ও সাগরে
তারপর আবার বাজবে যুদ্ধের দামামা, এটাই প্রবাদ।

৫. রাজকীয় কলঙ্ক
রানির ড্রয়ারে পাওয়া গেলো চিঠিগুলো
সই নেই কোনও, নামধাম ছাড়া
ছলময়ী ভাষায় ছাপা অক্ষরে লেখা, আছে কিছু ইশারা
বোঝা গেলো না কোন প্রেমিকের কর্মফল।

৬. কিম্ভূতকিমাকার পশুখামার
একটি বাক্যও না বলে জিতে গেলো খেঁকশিয়াল
যবের রুটি খাওয়া সাধুদের বেশে
কিছুদিন পরে বের হলো তার অত্যাচারী থাবা
সম্মানীয় মানুষদের গলায় সে রাখলো পা।
তারপরও নস্ট্রাডামাসের অনুসারীদের দাবি, ২০১৬ সালের তুলনায় এ বছরটা আরেকটু ভালো কাটবে বিশ্ববাসীর।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »