প্রকাশিত সংবাদের প্রতিবাদ।
অনলাইন “বরিশাল মেইল. কম” নিউজ পোর্টালে “ধর্ষন হলেও ৫ দিনে হয়নি মামলা: সংবাদ ঠেকাতে ইউপি চেয়ারম্যানের টাকার অফার ও লেনদেন নিয়ে শিরোনামে আমাকে জড়িয়ে যে সব কথা লেখা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট আমার রাজনৈতিক ও সামাজিক অবস্হান হেয প্রতিপন্ন করার জন্য স্হানীয় এক তথাকথিত সংবাদকর্মী মোঃ সামেম উক্ত অনলাই নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেছেন আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানাই।
নিবেদক
নার্গিস জাহান
সংবাদকর্মী উপজেলা প্রতিনিধি,
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ মহিলা পরিষদ।
আহবায়ক বাংলাদেশ যুব মহিলা লীগ স্বরুপকাঠী উপজেলা শাখা।