৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪৪

বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ২১, ২০১৮,
  • 353 সংবাদটি পঠিক হয়েছে

পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত। ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে অভিযুক্ত নেতাকর্মীদের উপস্থিতিতে গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনিছুর রহমান চার্জগঠন করেন।এসময় নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিল। চার্জগঠন হওয়া অন্যান্য নেতাকর্মীরা হলো বাকেরগঞ্জ থানা বিএনপির সভাপতি আবুল হোসেন খান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার জিয়া, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবুল কালাম শাহীন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মোমিন সিকদার, আসিফ আল মামুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট নেতা প্রিন্স মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ আকন সম্রাট , মহানগর ছাত্রদলের আহবায়ক আবু হাসান লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, শওকত সরদার, আমিনুল্লাহ খান সোহেল, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম রিপন, শাহে আলম মেম্বার, মেহেদি হাসান সোহেল, আব্দুল ওয়াহেদ, রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান প্রিন্স, জেলা শ্রমিক দলের সভাপতি বশির আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম জনি, হুমায়ুন কবির, বিসিসি’র ২৯নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম শহীদ, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, সুমন, নাসির উদ্দিন, শাহীন, ওমর হাওলাদার, রাব্বি, ইলিয়াস, সাদ্দাম, মশিউর রহমান এহসান, মেহেদি হাসান সম্পদ, মজিবুর রহমান, তারিকুল ইসলাম জিকু, হানিফ ঘরামি, আলাউদ্দিন আহম্মেদ, জয়নাল আবেদিন বাচ্চু, জিয়া উদ্দিন লিটন সহ ১২৫ জন।

আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর নির্বাচন বানচালের উদ্দেশ্যে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের সুরভী পেট্রোল পাম্পের সামনে থেকে ফিশারী রোড পর্যন্ত কাঠের গুড়ি ও ইট ফেলে পথ অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এছাড়াও চলমান মাহিন্দ্রা, অটোরিকশা ভাঙচুর করে জনমনে ভীতির সঞ্চার করে।

এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় ১৬টি গ্যাস সেল, ১২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এঘটনায় এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নামধারী ৫৪ জন সহ অজ্ঞাত ১২শ’ জন নেতাকর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ২০১৪ সালের ৩১ অক্টোবর থানার অপর এসআই মো. নুরুল আলম তালুকদার ১২৫ জনকে আসামি করে আদালতে চার্জশীট জমা দেয়। চার্জশীট আমলে নিয়ে গতকাল নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কাজ শুরু করে আদালত।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »