৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ১:০৬
ব্রেকিং নিউজঃ
নৌকার প্রার্থীকে জয়ী করতে মহিলা শ্রমিক লীগের মতবিনিময় সভা আদিবাসী ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার “বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের গর্ব ঋতুরাজ ভৌমিক হৃদ্য” রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সিনিয়র সহ সভাপতি হলেন দেশ সম্পাদক সুমন হালদার বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে যাচ্ছে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা আজ ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস । কৃত্বিতে খ্যাতি মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মুন্সী আব্দুল মাজেদঃ ঝুমন দাশের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্ন : এক হিন্দুকে বাদী করতে চেয়েছিলেন শাল্লার ওসি আফগানিস্থানে শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলা : নিহত ১৯

যে পাঁচটি মন্ত্র আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০১৭,
  • 614 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক: মন্ত্র আমাদের আত্মার ক্ষেত্রে মহাষৌধির মতন কাজ করে৷

আমরা আমাদের অবচেতন মনে কোনওরকম যখন অন্যায় করি,  সেই অন্যায়ের ফলে আমাদের যা পাপ হয়৷ এই মন্ত্রোচ্চারণের ফলে একেবারেই আমরা শুদ্ধ হয়ে যায়৷ এমনটাই কথিত রয়েছে বিভিন্ন মহাকাব্যে৷

সংস্কৃত ভাষাটি সঠিক এবং শুদ্ধ ভাষা হিসেবে বিবেচ্য হয়৷ এই সংস্কৃত শ্লোক উচ্চারণের ফলেই আমাদের দেহ মন শুদ্ধ হয় বলে দাবি করে একাংশ৷ এই মন্ত্রের জোর খুবই বেশি৷

সংস্কৃত শ্লোক হিসেবে বিখ্যাত পাঁচটি শ্লোক রয়েছে৷ এইসমস্ত শ্লোকগুলি মন থেকে উচ্চারণ করা হলে ফল পাওয়া যাও বলে বিশ্বাস করেন একাংশ৷

এই বিখ্যাত পাঁচটি মন্ত্র হল-

১) ওম- এই মন্ত্রটির জোর খুবই বেশি৷ কথিত আছে, মন থেকে এই ওম শব্দটি উচ্চারণ করা হলে ৪৩২ মেগাহার্জে চারপাশ কাঁপিয়ে তোলে এই মন্ত্রটি৷ তবে এই বিষয়টি সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিক৷ সাধারণত যোগাসন কিংবা মেডিটেশন করার সময় একমনে এই মন্ত্রটি উচ্চারণ করা হয়ে থাকে৷

২) ওম নম: শিবায়:- এই মন্ত্রটির মানে হল শিবকে প্রণাম করা৷ যিনি ভয়ংকর শক্তিশালি দেবতা রূপে খ্যাত পৃথিবীতে৷ এমনকি ব্রহ্মা এবং বিষ্ণুর থেকেও এই দেবতার ক্ষমতা অনেকগুণ বেশি৷ এমনটাই মনে করা হয়৷ ‘ইট প্রে লাভ’ বইটিতে উল্লেখ আছে, এলিজাবেথ গিলবার্ট তাঁর গুরুর থেকে এই মন্ত্রটি পেয়েছিলেন৷ আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য এই মন্ত্রটি বিশেষ কার্যকরী৷

৩) লোকাহ সমস্থ সুখিনো ভবন্তু- সুখী এবং মুক্ত থাকার ক্ষেত্রে এই মন্ত্রটি একেবারেই আদর্শ একটি মন্ত্র৷ সুখী জীবন হিসেবে কাটানোর জন্য এই মন্ত্রটি যোগ্য মন্ত্র৷ অহিংস রূপে জীবণযাপনের ক্ষেত্রে এই মন্ত্রটি খুবই কার্যকরী৷  এই মন্ত্রটি পরিবেশ, প্রাণী এবং মানুষের মধ্যে সহানুভূতি, সহমর্মিতার সৃষ্টি করে৷

৪) শান্তি মন্ত্র- এটি একটি সাধারণ মন্ত্র৷ ঠাকুর যাতে আমাদের সবরকম পরিস্থিতি থেকে রক্ষা করে৷ তাই এই মন্ত্রটি একেবারে আদর্শ৷ কাজের জন্য আমাদের মনে শক্তি যোগাবে এই মন্ত্রটি৷

৫) ওম গাম গনপতেয়ি নম:- হিন্দু শাস্ত্র অনুযায়ী, গণেশ দেবতা হল জ্ঞান এবং সাফল্যের দেবতা৷ যেকোনও বাধা অতিক্রম করতে এই মন্ত্রটি আদর্শ৷

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »