স্বরূপকাঠিতে বিরোধীয় জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিহির সমদ্দার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার বিকেলে উপজেলার আদাবাড়ী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী দীপ্তি সমদ্দার বাদী হয়ে নেছারাবাদ থানায় অরুন সমদ্দার ও তার ছেলে শাওন সমদ্দারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অরুন সমদ্দারকে গ্রেফতার করেছে।
নিহতের স্ত্রী দীপ্তি সমদ্দার জানান, তার স্বামী মিহির সমদ্দারের রোপিত গাছের চারা প্রতিপক্ষ অরুন সমদ্দার ও তার ছেলে শাওন সমদ্দার বাপ্পী উপড়ে ফেলে দেয়। গাছের চারা উপড়ে ফেলার কারণ জানতে চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা মিহিরের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে সে একটি সুপারী গাছের ওপর পড়ে অজ্ঞান হয়ে পড়ে।
এ অবস্থায় দীপ্তি সমদ্দার প্রতিপক্ষের হাত থেকে তার স্বামীকে বাঁচাতে ঘরে নিয়ে আসেন। ঘরে আনার পরই মিহির মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।