৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:১৭

বরিশালে কালী মন্দিরের টিন কেটে প্রতিমা ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮,
  • 538 সংবাদটি পঠিক হয়েছে

জেলার গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার সার্বজনীন শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) রবিবার রাতে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দেবনাথ ও দপ্তর সম্পাদক সজল ঘোষ জানান, রবিবার রাত সাতটার দিকে পুরোহিত শঙ্কর চক্রবর্তী পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাতের আঁধারে দুবৃর্ত্তরা মন্দিরের পিছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখতে পান কালী প্রতিমার মাথা ভাঙ্গা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবতী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights Reserved © 2020
Developed By Engineerbd.net
Engineerbd-Jowfhowo
Translate »